Recent posts

সুবোধের গায়ে আজ তেলের গন্ধ অনুভুত হয়

 সুবোধের গায়ে আজ তেলের গন্ধ প্রকট হয়;
কখনও তা সয়াবিন, কখনও তা সরষে, 
ইদানিং গন্ধ ভাসে বাতাসে ডিজেল, পেট্রল অথবা অকটেনের;

কোনটা তার বেশি প্রয়োজন সুবোধ বোঝে না;
যেমন বোঝে না কোটি টাকার মালিকরা আসলে ঠিক কতো টাকার প্রয়োজন তাদের?

সুবোধের বোধে আসে না এখন কর্পোরেট কালচার;
রবীন্দ্রনাথ যেখানে কাওয়ালীতে একাকার!

0 Comments